রোববার ২৬ মার্চ ২০২৩

| ১১ চৈত্র ১৪২৯

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৮:৩৬, ১৮ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

প্রকাশের সময়: ১৮:৩৬, ১৮ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার এ কে খান এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক।  

শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাজ্জাদ (৩৬) জোরারগঞ্জ থানার করেরহাট আদর্শ গ্রামের মো. শাহজাহানের ছেলে। আহত মাহমুদ (৪০) নগরের বন্দর থানার কাটগড় নিউ টাউন এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এ কে খান মোড় এলাকায় ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী মো.সাজ্জাদ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। চালক ও আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।  

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ কে খান মোড়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক  একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  

এসএ