মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

| ২০ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:০৮, ১৬ মার্চ ২০২৩

আসর থেকে ১৪ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশের সময়: ১৬:০৮, ১৬ মার্চ ২০২৩

আসর থেকে ১৪ জুয়াড়ি গ্রেফতার

জুয়াড়ি গ্রেফতার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।  

বুধবার (১৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে সানোয়ারা আবাসিকের মক্কা গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবুল কালাম (৩২), মো. হুমায়ুন (৩৬), মো. জসীম উদ্দীন (২৮), মো.বাদশা (৪৪), মোহাম্মদ নাসির (৩২), মো. বাদশা (২৮), মো. জামাল (৪৮), মো. কামাল হোসেন (৩০), মো. শওকত আলী (২৯), মোহাম্মদ জাহিদ (২৪), মো. নবীর উদ্দিন (৪৩), মো. ইসমাইল (৪৮), মো. বখতিয়ার (৪৫) ও মো. ফজলুর রহমান (৫০)।  

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মৌলভী পুকুরপাড় সানোয়ারা আবাসিকের মক্কা গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম তাসের বান্ডিল এবং নগদ ১৩ হাজার ৮০ টাকাসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএ