রোববার ২৬ মার্চ ২০২৩

| ১১ চৈত্র ১৪২৯

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৮:২৫, ১৫ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

সীমা অক্সিজেন কারাখানার পরিচালকের রিমান্ড

প্রকাশের সময়: ১৮:২৫, ১৫ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

সীমা অক্সিজেন কারাখানার পরিচালকের রিমান্ড

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারাখানা বিস্ফোরণের ঘটনায় মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দীনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (১৫ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের জিইসি মোড় থেকে পারভেজ উদ্দীনকে গ্রেফতার করে শিল্প পুলিশ চট্টগ্রাম ইউনিট।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ জানান, সীতাকুণ্ডে বিস্ফোরণের মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দীনকে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ মার্চ সীতাকুণ্ড থানায় সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। গত ৪ মার্চ বিকালে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওইদিন ৬ জন নিহত হয়। এরপর আরও একজনের মৃত্যু হয়। বিস্ফোরণে নিহতরা হলেন- শামছুল আলম (৫৬), মো. ফরিদ (৩৬), রতন লকরেট (৪৫), আবদুল কাদের (৫৮), মো. সালাহ উদ্দিন (৩০), সেলিম রিচিল (৪০) ও প্রবেশ লাল শর্মা (৫৫)। আহত হন অন্তত ২৫ জন।  

এসএ