সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:৫৬, ৪ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

অপর্ণাচরণ স্কুলের প্রাক্তনীদের মিলনমেলা

প্রকাশের সময়: ১৭:৫৬, ৪ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

অপর্ণাচরণ স্কুলের প্রাক্তনীদের মিলনমেলা

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী

কেউ খুলে বসেছেন স্মৃতির ঝাপি, কেউ মেতেছেন খোশগল্পে, কেউ বা আবার গান ধরেছেন দরাজ গলায়। সেই গানের সুরে আর  তালে অনেকেই নেচেছেন। এমন বাঁধনহারা একটি আনন্দময় দিন কাটালেন নগরের অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী।  

দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব শিক্ষার্থীরা শুক্রবার ( ৩ মার্চ) অপর্ণাচরণ প্রাক্তনছাত্রী পরিষদ আয়োজিত এই মিলনমেলায় মিলিত হয়েছিলেন নগরের ফয়’স লেকের বিনোদন কেন্দ্রে । 

দিনব্যাপী আয়োজনে মধ্যে ছিল আলোচনা, গান, নাচ ও মধ্যাহ্নভোজ। 

এতে উপস্থিত ছিলেন প্রফেসর ড.  জয়নাব বেগম, বাসনা হোড়, পারভীন মাহমুদ এফসিএ, প্রফেসর শুক্লা ইফতেখার, আইভী হাসান, জোৎস্না কায়সার, শুভ্রা বিশ্বাস, রাহিমা সুলতানা রুমি, সাফিয়া রহমান স্বাতী, আমাতুল খায়ের, জেসমিন বাপ্পী, রচিতা দে, নাজনীন কামাল প্রমুখ।

এসএ