রোববার ২৬ মার্চ ২০২৩

| ১১ চৈত্র ১৪২৯

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

বন্ধুর মোটরসাইকেল আটকে চাঁদা দাবি, দুজন কারাগারে

প্রকাশের সময়: ১৯:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

বন্ধুর মোটরসাইকেল আটকে চাঁদা দাবি, দুজন কারাগারে

চাঁদা দাবির দায়ে আটক ২ জন

ঘুরতে যাওয়ার কথা বলে বন্ধুর মোটরসাইকেল নিয়ে যায় অপর দুই বন্ধু। পরে সে মোটরসাইকেল ফেরত চাইলে এক লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে হাটহাজারী চট্টগ্রাম নগরের রউফাবাদ এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ভুক্তভোগীর ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।  

আটক দুইজন হলেন- পাঁচলাইশ এলাকার মান্নান বেকারি গলির আক্তার হোসেনের ছেলে ইমতিয়াজ সিয়াম (২১) ও তার সহযোগী জয়নাল।

জানা যায়, গত ৩১ জানুয়ারি পাঁচলাইশের আতুরার ডিপো খাবার মেলার দোকানের সামনে থেকে ইমতিয়াজ সিয়াম (২১) ও মোস্তাকিম জুবায়ের শিহাব (২২) তাদের বন্ধু আরিফুল ইসলাম সৈকতের কাছ থেকে তার মোটরসাইকেলটি এক ঘণ্টার জন্য নিয়ে যায়। পরে তাদেরকে সৈকত ফোন করে মোটরসাইকেলটি ফেরত চাইলে এক লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে গত ২ ফেব্রুয়ারি শিহাব সৈকতকে পাঁচলাইশ বিবিরহাটের আজাদ কমিউনিটি সেন্টারে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে কয়েকজন মিলে বেঁধে রাখে ।  

সর্বশেষ গতকাল রাতে সিয়াম ও শিহাব চাঁদা দিয়ে মোটরসাইকেল আনার কথা বললে সৈকত রাত বারোটায় রউফাবাদ এলাকায় যান। এ সময় সেখানে হাতেনাতে সিয়াম ও জয়নাল নামে তার এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অপর দুই অভিযুক্ত নুরুল বশর বিপুল ও মোস্তাকিম জুবায়ের শিহাব পলাতক রয়েছে।  

পাঁচলাইশ থানার এসআই নরুল আমিন বলেন, মোটরসাইকেল উদ্ধার করে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আরও দুই আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এসএ