সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:১৮, ২৯ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

প্রতিবেশীর মেয়েকে অপহরণ, র‌্যাবের জালে আটক যুবক 

প্রকাশের সময়: ১৯:১৮, ২৯ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

প্রতিবেশীর মেয়েকে অপহরণ, র‌্যাবের জালে আটক যুবক 

অপহরণকারী গ্রেফতার।

চট্টগ্রাম নগরীতে দেড় বছরের এক শিশুকে অপহরণের ৯ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি আবাসিক এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণে জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. জুয়েল মিয়ার (২৪) বাড়ি সিলেট জেলায়। থাকেন চট্টগ্রাম নগরীর বালুছড়া এলাকায়।

র‍্যাব জানায়, একই এলাকার প্রতিবেশী পিয়ার মোহাম্মদের সঙ্গে জুয়েল মিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পিয়ারের ছেলে-মেয়েকে দোকানে নিয়ে চকলেট-চিপস কিনে দিতেন জুয়েল।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পিয়ারের মেয়েকে নিয়ে দোকানে যান জুয়েল। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে জুয়েল পিয়ারকে ফোন করে শিশুটি তার হেফাজতে আছে এবং ৩০ হাজার টাকা না দিলে মেয়েকে খুন করে নালায় ফেলে দেওয়া হবে বলেও জানান। পিয়ার মোহাম্মদ বিষয়টি র‌্যাবকে জানান।

র‍্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, অভিযোগ পেয়ে আমরা দ্রুততার সঙ্গে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে অভিযান চালাই। রাত সাড়ে ৯টার দিকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে অপহরণকারী জুয়েল মিয়াকে গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে জুয়েল জানিয়েছে, টাকার জন্যই সে শিশুটিকে অপহরণ করেছিল।

এসএ