
বাণী অর্চনা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ।
প্রধানমন্ত্রী দেশের কারিগরি শিক্ষাখাতকে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, প্রচলিত শিক্ষা অর্জন করার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। প্রচলিত শিক্ষায় শিক্ষিত হয়েও প্রশিক্ষণ না থাকার কারণে হাতের বিদ্যায় আমরা অদক্ষ থেকে যাচ্ছি।কারিগরি শিক্ষায় দক্ষতা থাকলে কাজের সুযোগ বহুলাংশে বেড়ে যায়। তখন চাইলে আমরা উদ্যোক্তা হয়ে পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতিতে সামিল হতে পারি।
দক্ষিণ কাট্টলী বীণা পানি সংঘের উদ্যোগে সার্বজনীন বাণী অর্চনা উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি ডা. সুমন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহুল মজুমদারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, দেলোয়ার হোসেন সুমন, সুজন সবর্ববিদ্যা, বিভু মজুমদার, বিপ্লব মজুমদার, সজিব খাস্তগীর, রনি মজুমদার, সজিব চৌধুরী, সায়মন চৌধুরী, দীপ্ত খাস্তগীর, প্রিয়ম মজুমদার, স্মরণ চক্রবর্তী, অরিত্র খাস্তগীর, মৌসুমী দস্তিদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি ফরিদ মাহমুদকে পুষ্পস্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান।
এসএ