মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

| ২০ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:৫৩, ২৫ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

সেই নিরাপদ প্রসব সেন্টারের পরিচালকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের সময়: ১৯:৫৩, ২৫ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

সেই নিরাপদ প্রসব সেন্টারের পরিচালকের ৬ মাসের কারাদণ্ড

নিরাপদ প্রসব সেন্টার।

চট্টগ্রাম নগরের বাকলিয়ার বউবাজারের সুবর্ণ আবাসিক এলাকায় ‌‌‘নিরাপদ প্রসব সেন্টার’ নামের একটি ক্লিনিকের পরিচালক শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ডাক্তারের উপস্থিতি ছাড়াই রোগীকে অপারেশন ও নরমাল ডেলিভারি করানোর অপরাধে ধাত্রী ফাহিমা শাহাদাতকে আটক করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।  

তিনি বলেন, অভিযানে স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় ক্লিনিকটির পরিচালক শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে তিনি ডাক্তারের উপস্থিতি ছাড়াই নিজে অপারেশন বা নরমাল ডেলিভারি করানোর অপরাধে মামলা দায়ের করে ধাত্রী ফাহিমা শাহাদাতকে আটক করা হয়েছে।  

অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী এবং বাকলিয়া থানা পুলিশের সদস্যরা।

এর আগে গত ১৩ জানুয়ারি ক্লিনিকটিতে নরমাল ডেলিভারি করানোর পর জান্নাতুল ফেরদৌস নিহা (২২) নামের একজন প্রসূতি মায়ের মৃত্যু ঘটে। যা নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই ক্লিনিকে অভিযান চালায় জেলা প্রশাসন।  

এসএ