সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৮:০৭, ২৫ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের সময়: ১৮:০৭, ২৫ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার জঙ্গল মহাদেবপুর পাহাড়ের ত্রিপুরা পাড়ায় দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে। 

বুধবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলীম উল্লাহ এ রায় দেন। এ মামলায় ওমর হায়াত মানিক নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক আবুল হোসেন (২৯) সীতাকুণ্ড পৌরসভার আবেদীন চৌধুরী পাড়ার বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৮ মে সীতাকুণ্ড পৌরসভার জঙ্গল মহাদেবপুর পাহাড় থেকে পুলিন কুমার ত্রিপুরার মেয়ে সুকলতি ত্রিপুরা (১৫) ও সুমন ত্রিপুরার মেয়ে ছবি রানী ত্রিপুরার (১১) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই বছরের ১৯ মে নিহত ছবি রানী ত্রিপুরার বাবা সুমন ত্রিপুরা বাদী হয়ে আবুল হোসেনের হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত তিনজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালীন সময়ে মামলায় অভিযুক্ত রাজীব দুষ্কৃতকারীর গুলিতে নিহত হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার ২২ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।  

চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী অশোক কুমার দাশ বলেন, ত্রিপুরা পাড়ায় দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার অপরাধে আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় ওমর হায়াত মানিক নামে এক আসামিকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে আবুল হোসেন ও মানিক উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেনকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, মামলায় তদন্তকারী কর্মকর্তার অবহেলা, তদন্তে গাফিলতির কারণে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের আইজিপিকে নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ ও কিশোরীদের পরিবার সন্তুষ্ট। তবে মামলাটি হাইকোর্টে পাঠানো হবে।  

এসএ