সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৮:২০, ২৩ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

পুলিশ হেফাজত থেকে পালানোর ১৭ দিন পর ফের গ্রেফতার

প্রকাশের সময়: ১৮:২০, ২৩ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

পুলিশ হেফাজত থেকে পালানোর ১৭ দিন পর ফের গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার এক আসামিকে ১৭ দিন পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার শামসুল হক বাচ্চু (৭১) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কালীরবাজার গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

গত ৪ জানুয়ারি শামসুল হককে চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ এক হাজার ইয়াবা গ্রেফতার করেছিল। পরদিন দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যায় কারাগারে পাঠানোর জন্য আদালতের হাজতখানা থেকে বের করা হলে সুযোগ বুঝে শামসুল পালিয়ে যায়।

আসামি পালানোর ঘটনায় ৬ জানুয়ারি জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, পালিয়ে যাওয়া সামশুলকে আমাদের গোয়েন্দা টিম সীতাকুণ্ড থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় সাতটি মাদকের মামলা আছে। পুলিশ হেফাজত থেকে পালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় সোমবার তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবীর বলেন, পালিয়ে যাওয়া আসামিকে আমাদের কাছে হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। এরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস, সহকারী ট্রাফিক উপ-পরিদর্শক (এটিএসআই) শংকর, শামসু, পারভেজ ও দীনেশ এবং কনস্টেবল শফি ও দেবপ্রিয় মারমা।

এসএ