সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:০১, ১৯ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

চমেক হাসপাতালে দুদকের অভিযান, দুই দালাল আটক

প্রকাশের সময়: ১৬:০১, ১৯ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

চমেক হাসপাতালে দুদকের অভিযান, দুই দালাল আটক

দুদকের জালে দুই দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)| বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজীব বৈদ্য (২৮) ও মো. হাসান (২২)। রাজীবের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার বাবার নাম মৃদুল বৈদ্য। এছাড়া হাসানের বাড়ি কুমিল্লা জেলায়। তার বাবার নাম মৃত হাবীবুর রহমান।

দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করে দুদক। 

তিনি বলেন, আমাদের এক কর্মকর্তা রোগীর স্বজনের ছদ্মবেশে হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দালালদের সঙ্গে কথা বলেন। এসময় তারা সুলভ মূল্যে ওষুধ দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করে। পরে সেখান থেকে ২ দালালকে হাতেনাতে আটক করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, দালালের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় কঠোর। দুদক এখানে অভিযান চালানোর কথা জানালে আমি তাদের আমন্ত্রণ জানাই। তারা এসে দুই দালালকে আটক করেন। তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

এর আগে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দালালের উৎপাত বন্ধে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়। কিন্তু তারপরও দালালদের দৌরাত্ম্য কমছে না বলে অভিযোগ রোগীর স্বজনদের। 

এসএ