রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:৪০, ১ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

খান সাহেব আব্দুল হাকিম স্কুলে বই উৎসব 

প্রকাশের সময়: ১৭:৪০, ১ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

খান সাহেব আব্দুল হাকিম স্কুলে বই উৎসব 

চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানাধীন খান সাহেব আব্দুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব পালিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনে দেশব্যাপী এই বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোর্শেদ হারুন, বিশেষ অতিথি খান সাহেব আব্দুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য কাজী জসিম উদ্দিন, নুরুল আফসার, চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য মোহাম্মদ সেলিম মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম, ইলিয়াস মিয়া যীশু, শিক্ষক ও পরিচালনা পরিষদ সদস্য প্রদীপ বড়ুয়া, অমল রুদ্র এবং অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

এসএ