
শিক্ষা ক্ষেত্রে সরকার নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে বলে মন্তব্য করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশের সাধারণ মানুষ যাতে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে নতুন জীবনের দিশা পায় সেজন্য গরীব মেধাবী কোটা, বৃত্তি প্রদানসহ সহায়ক নানা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই উপলক্ষে আয়োজন করা হয় শিক্ষা সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। থানা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় একই অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় মুহাম্মদ ইমরান হোসেন জুয়েলকে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে সঞ্চালনা করেন সহকারি শিক্ষক তমিশ্ররা সেন।
এতে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আশরাফুল আলম আরজু, কাউন্সিলর রমকি সেন গুপ্তা ও টিংকু কুমার ভৌমিক।
এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক মনোয়ারা আখতার, আব্দুল মোনায়েম, মো. ইসহাক, সাইফুল আলম, সাজ্জাদ শরীফ রাসেল, সাইদুল আলম, জাবেদ সুমন, অসিত প্রকাশ দাশ, অঞ্জন দত্ত, ইকবাল আমেদ আমু, আব্দুল আল মামুন, মান্না দে, মাহমুদুল করিম, সাইফুল বারী চৌধুরী বাপ্পী, আফতাফ খান, মো. তসলিম, মো, শাহীন নাইমুল হোসেন সানিফ, জয়দেব চৌধুরী আকাশ, আফিয়া ইবনে সায়মাসহ শিক্ষকবৃন্দ।
আলোচনার শুরুতে দোয়া মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা মো. হাবিবুর রহমান। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এআই