মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

| ২০ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:২৫, ২৪ নভেম্বর ২০২২

মহানগর প্রতিবেদক

সার্জেন্ট নাসরুল্লাহর সাহসিকতায় ছিনতাইকারী হাতেনাতে পাকড়াও 

প্রকাশের সময়: ১৯:২৫, ২৪ নভেম্বর ২০২২

মহানগর প্রতিবেদক

সার্জেন্ট নাসরুল্লাহর সাহসিকতায় ছিনতাইকারী হাতেনাতে পাকড়াও 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর নুসরাত ও তানিশা ক্লাস শেষ করে বাড়ি ফিরছিলেন। নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় থেকে গাড়িতে উঠতেই নুসরাতের ব্যাগ থেকে তার ব্যবহৃত ফোনটি নিয়ে ভো-দৌঁড় দিল এক ছিনতাইকারী। ঠিক ওই সময় ঘটনাটি চোখে পড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট নাসরুল্লাহর। প্রায় আধা কিলোমিটার দৌঁড়ে পাকড়াও করেন ওই ছিনতাইকারীকে। পরে শিক্ষার্থী নুসরাতের ফোনটি উদ্ধার করে তার হাতে তুলে দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোশারফ  হোসেন এবং সার্জেন্ট নাসরুল্লাহ। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

আটক ওই ছিনতাইকারীর নাম মো. ইমন (২৪)। তার পিতার নাম জাফর আহমেদ।

দায়িত্বরত সার্জেন্ট নাসরুল্লাহ্ বলেন, ‘চুয়েটের দুই শিক্ষার্থী বাস থেকে কাপ্তাই রাস্তার মাথা মোড়ে নামতেই দেখলাম এক যুবক একজনের মোবাইল নিয়ে দৌড়ে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে টিআই স্যারের নির্দেশে তাকে ধাওয়া করি এবং আটক করি। এরপর তার কাছ থেকে মোবাইল উদ্ধার করে ওই শিক্ষার্থীকে ফেরত দিই।’

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোশারফ বলেন, ‘সার্জেন্ট নাসরুল্লাহ্ সাহসিকতার পরিচয় দিয়েছেন। পুলিশ জনগণের বন্ধু এটা আবারও প্রমাণ হল। আটক ওই ছিনতাইকারীর কাছ থেকে একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে।’

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ট্রাফিকের এ কর্মকর্তা।

এআই