মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

| ২০ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
২১:৪৩, ২৩ নভেম্বর ২০২২

মহানগর ডেস্ক

প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে সদস্য সংগ্রহ করছে স্বেচ্ছাসেবক লীগ

প্রকাশের সময়: ২১:৪৩, ২৩ নভেম্বর ২০২২

মহানগর ডেস্ক

প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে সদস্য সংগ্রহ করছে স্বেচ্ছাসেবক লীগ

আগামী চার ডিসেম্বর চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর সমাবেশ সফল ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগে তৃণমূল থেকে সংগঠিত করার লক্ষ্যে কর্মীসভা, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। 

বুধবার (২৩ নভেম্বর) নগরীর চেরাগী পাহাড় এলাকার প্রিয়া কমিউনিটি সেন্টারে ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। 

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনির সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং প্রধান বক্তা ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুূদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দীন, আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দীন, সুজিত দাশ, নাজমুল হুদা শিপন, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশীদ লোকমান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

এআই