
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন শেরেবাংলা টাওয়ার এলাকায় ডিটারজেন্ট খেয়ে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ইব্রাহিম হোসেন রাফাত ওই এলাকার জাকির হোসেনের ছেলে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
নিহতের বাবা জাকির জানান, আমি বাসায় ছিলাম না। আমার স্ত্রী গার্মেন্টেসে চাকরি করে। রাতে বাসায় এসে আমার স্ত্রী দেখে ছেলেটি ডিটারজেন্ট খেয়ে বসে আছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, শিশুটিকে পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কেডি