
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার উত্তর হালিশহরে তিনতলা বাসার ছাদ থেকে পড়ে গিয়ে মো. সালাউদ্দিন (৪৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকেল ৫টায় ওই এলাকার বশিরশাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. সালাউদ্দিন ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
সালাউদ্দিনের খালাত ভাই মো. শফিক মহানগর নিউজকে বলেন, সালাউদ্দিন ওই বাসার কেয়ার টেকারের কাজ করতেন। বৃষ্টির সময় তিনতলার ছাদে উঠলে পা পিছলে গিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নগরীর পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ছাদ থেকে পড়ে নিহত একজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।
এইচবি/এসএ