
চট্টগ্রামের কর্ণফুলীতে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী বনরুই পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টায় কর্ণফুলী ব্রিজ সংলগ্ন একটি সেমি পাকা ঘরের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ৪ জন হলেন- মো ইদ্রিস (৬০), এমএ রায়হান (৪৭) নূর হোসেন (২৭) ও বিপুল শীল (২৮)।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি গোয়েন্দা শাখার টিম-৪১ ইনচার্জ ইন্সপেক্টর মনির হোসেন মহানগর নিউজকে বলেন, গোপন সূত্রে আমরা জানতে পারি, বিপন্ন প্রাণী বনরুই পাচারের জন্য কয়েকজন চোরাকারবারি কর্ণফুলি ব্রিজের পশ্চিম পাশে অবস্থান করছে। সেখানে আমরা অভিযান চালিয়ে দুটি বনরুইসহ ৪ চোরাকারবারিকে আটক করি। উদ্ধার বনরুইগুলো চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আইসি/এসএ