
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ‘নিহত’ আবদুস সোবহানের মেয়ে ফাইজার জন্য শিক্ষাবৃত্তি হিসেবে ৫০ হাজার টাকা উপহার দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।
এরআগে বিএম ডিপোতে বিস্ফোরণের পর আবদুস সোবহানের লাশ শনাক্তের জন্য ডিএনএ স্যাম্পল দিতে আসা নয় মাসের শিশু ফাইজার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সেই ফাইজার মায়ের হাতে নিজেদের সহায়তা ডেস্ক থেকে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. আল-আমিন ইসলাম শিমুল, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিনহাজ আরমান লিখনসহ ছাত্রলীগ ও ছাত্রসংসদের নেতারা।
প্রসঙ্গত, বাঁশখালী উপজেলার বাসিন্দা আবদুস সোবহান বিএম ডিপোর আইসিটি সুপারভাইজার ছিলেন।
জেডএইচ