
চট্টগ্রামে করোনা শনাক্ত আবারও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৫৪টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত ৩ দশমিক ৭৭ শতাংশ। একই সময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
বৃহস্পতিবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৪৬ জনের মধ্যে ৪৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি দুজনের মধ্যে একজন বোয়ালখালীর এবং অন্যজন রাউজানের বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৮৪৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৩০০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৪৭ জন।
এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এআই