সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৫:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক

সদরঘাট থানা যুবদলের শীতবস্ত্র বিতরণকালে আবুল হাশেম বক্কর 

‘সরকার নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি একটি প্রহসনে পরিণত করেছে’

প্রকাশের সময়: ১৫:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক

‘সরকার নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি একটি প্রহসনে পরিণত করেছে’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, ‘সরকার নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি একটি প্রহসনে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধ্বংস করেছে। একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। আর এই নির্বাচন কমিশন যদি শক্তিশালী না হয়, তারা যদি সরকারের প্রভাবমুক্ত না হয়, তবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।’

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শুভপুর বাস স্টেশনের পা‌শে সদরঘাট থানা যুবদ‌লের উদ্যোগে শীতার্ত‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণকা‌লে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় আবুল হাশেম বক্কর বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন ও দেশ পরিচালনার ব্যর্থতার সব দায় আওয়ামী লীগের। আওয়ামী লীগ কোনোভাবেই এ দায় এড়াতে পারবে না। এই সার্চ কমিটির তালিকা এবং নির্বাচন কমিশনও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই। সার্চ কমিটিতে যারা আছেন তারা অধিকাংশই আওয়ামী লীগ সমর্থিত। এমনও একজন আছেন যিনি আওয়ামী লীগ থেকে এমপি নমিনেশন নিয়েছিলেন। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। এর কোনো বিকল্প নেই। 

সদরঘাট থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইলের সভাপ‌তি‌ত্বে সদস্য স‌চিব মোহাম্মদ রা‌সেদের সঞ্চালনায় আরও বক্তব্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএনপি ‌নেতা মসিউল আলম স্বপন, মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান ভুলু, সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হা‌বিবুর রহমান, মহানগর জাসাসের আহবায়ক লায়ন এম এ মুছা বাবলু, চ‌বি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর  রহমান শপথ, সদরঘাটা থানা বিএনপির সি. সহ সভাপতি খোরশেদ আলম, সহ সভাপতি ওমর ফারুক রুবেল, সি. যুগ্ম সম্পাদক কাউসার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, মো.জাহিদুল আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সি. যুগ্ম সম্পাদক ইলিয়াজ রাশেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, রবিউল হোসেন প্রমূখ। 

আইসি/এআই

সম্পর্কিত বিষয়: