সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৫:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মাথা ঘুরাচ্ছে ‘করোনার’

প্রকাশের সময়: ০৫:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মাথা ঘুরাচ্ছে ‘করোনার’

প্রতীকী ছবি

চট্টগ্রামে নতুন করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ। কয়েকদিন ধরে নিম্নমুখী হচ্ছে করোনা সংক্রমণ। শনাক্তের হার কমার সঙ্গে রোগীও কমছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

কয়েক সপ্তাহের আগের চেয়ে রোগী শনাক্তের হার কমছে। ফেব্রুয়ারি মাসের প্রথম ১২দিনে শনাক্ত রোগী সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে মোট শনাক্ত রোগী সংখ্যা ছিল ১৯২৩ জন।

বিশেষজ্ঞরা বলছেন মার্চের শুরুতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে তারাও এ সতর্ক করেছেন সতর্কতার বিকল্প নেই। রোগী শনাক্তের হার কমলেও সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ করোনা প্রাণঘাতী রোগ। মৃদু বলে হালকা করে নেওয়া সুযোগ নেই। যাদের অন্যান্য রোগ আছে, তাদের জন্য করোনা বেশি ক্ষতিকর।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্ত ৭৩ জন মহানগর এলাকার ও ১০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯০ হাজার ৮৬৯ জন এবং উপজেলায় ৩৩ হাজার ১৩২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
 

কেডি