
বিএনপি কার্যালয় নাসিমন ভবন
চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে উত্তর জেলা বিএনপির সভা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এসময় বিএনপি নেতাকর্মী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে নগরের কাজীর দেউড়ির নগর বিএনপির কার্যালয় নসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি নেজামউদ্দিন মহানগর নিউজকে বলেন, বিএনপি অফিসে উত্তর জেলা বিএনপির সভা চলাকালীন সময়ে কার্যালয়ের পাশের গলিতে ফটকার বিস্ফোরণ হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা আমরা খতিয়ে দেখছি।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মহানগর নিউজকে বলেন, বিএনপি কার্যালয়ে উত্তর জেলা বিএনপির সভা ছিল। বিস্ফোরণের কথা শুনে খবর নিয়ে জেনেছি কে বা কারা মাঠের মাঝখানে বাজি ফুটিয়েছে।আমাদের লোকজন ভেতরে ছিলেন। মিটিং চলাকালীন এ রকম বিকট শব্দে সবাই হতভম্ব হয়ে পড়েন। নিচে গিয়ে তারা কাউকে দেখতে পাননি।
আইসি/এসএ