সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৫:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে করোনা : জানুয়ারির তুলনায় রোগী কমছে

প্রকাশের সময়: ০৫:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে করোনা : জানুয়ারির তুলনায় রোগী কমছে

ফাইল ছবি

চট্টগ্রামে নতুন করে ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন ৫৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ১১ থেকে ১২ শতাংশে থাকছে।  নতুন করে করোনায় আক্রান্ত হয়ে একজনের  মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব  তথ্য জানা গেছে।

কয়েক সপ্তাহের আগের চেয়ে রোগী শনাক্তের হার কমছে। ফেব্রুয়ারি মাসের প্রথম ৮ দিনে শনাক্ত রোগী সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে মোট শনাক্ত রোগী সংখ্যা ছিল ১৯২৩ জন।

প্রকৃত রোগীর সংখ্যা অনেক বেশি। বেশিরভাগ রোগী বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। টেস্ট সহজলভ্য না হওয়ায় অনেকেই টেস্ট করাতে চান না। তবে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে দ্রুত রোগী শনাক্ত বাড়ে, আবার দ্রুত শনাক্ত কমে। এছাড়া ডেল্টা ভ্যারিয়েন্টও সক্রিয় রয়েছে। চিকিৎসকরা বলছেন, সতর্কতার বিকল্প নেই। রোগী শনাক্তের হার কমলেও সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণও কম থাকবে।

চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করে ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬৩ জন নগরের। বাকি ১৩৪ জনের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৪, আনোয়ারার ৭, চন্দনাইশের ৫, পটিয়ার ৮, বোয়ালখালীর ৭, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ২৩, হাটহাজারীর ১১, ফটিকছড়ির ১২, মিরসরাইয়ের ৩১, সীতাকুণ্ডের ১৫ ও সন্দ্বীপ উপজেলার ৩ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ২৫৫ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

কেডি