
করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হচ্ছে (ফাইল ছবি)
চট্টগ্রামে নতুন করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। কয়েক সপ্তাহের আগের চেয়ে রোগী শনাক্তের হার কমছে। রোগী শনাক্তের হার কমলেও রোগী কমেনি। ফেব্রুয়ারি মাসের প্রথম ৫ দিনে শনাক্ত রোগী সংখ্যা তিন হাজারের কাছাকাছি। ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে মোট শনাক্ত রোগী সংখ্যা ছিল ১৯২৩ জন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়। চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩৩ জনই নগরের বাসিন্দা। ১৪১ জন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬৮৫ জন।এর মধ্যে মহানগর এলাকায় ৮৯ হাজার ৩৭৮ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৩০৭ জন। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।
কেডি