সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৯:২৯, ২ ফেব্রুয়ারি ২০২২

মহানগর ডেস্ক

চট্টগ্রামে করোনা সংক্রমণ কমছে

প্রকাশের সময়: ০৯:২৯, ২ ফেব্রুয়ারি ২০২২

মহানগর ডেস্ক

চট্টগ্রামে করোনা সংক্রমণ কমছে

প্রতীকী ছবি

চলতি বছরের জানুয়ারি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। সংক্রমণ হার ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল। তবে এখন সংক্রমণ হার কমতির দিকে। একইসঙ্গে শনাক্তও কমেছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৪৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ২১ দশমিক ৩২ শতাংশ। এ সময়ে এক রোগীর মৃত্যু হয়।২ ফেব্রুয়ারি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫৫০ জনের মধ্যে শহরের  ৩৭৬ ও ১৪ উপজেলার ১৭৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ২৯,ফটিকছড়িতে ২৬, পটিয়ায় ২৫, রাউজানে ১৮, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীতে ১৪ জন করে, সীতাকু-ে ১৩, মিরসরাইয়ে ৯, আনোয়ারা ও সাতকানিয়ায় ৫ জন করে, সন্দ্বীপ, লোহাগাড়া ও চন্দনাইশে ৪ জন করে এবং বাঁশখালীতে ৩ জন রয়েছেন। কর্ণফুলী উপজেলায় কোনো নতুন সংক্রমিত মিলেনি। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২০ হাজার ৯৯২ জন। সংক্রমিতদের মধ্যে ৮৮ হাজার ১৮৩ জন শহরের ও ৩২ হাজার ৮০৯ জন গ্রামের। গতকাল করোনায় শহরের এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৯ জন হয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৫ জন।

কেডি