
প্রতীকী ছবি
চট্টগ্রামে ২০২১ সালের শেষ তিনমাস সংক্রমণ হার ১ থেকে ২ শতাংশের কাছাকাছি থাকলেও নতুন বছরে সংক্রমণ ৪০ শতাংশ থেকে ৩০ শতাংশের কাছাকাছি থেকেছে। ওমিক্রন ভ্যারিয়েন্টে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। ২০২১ সালে জানুয়ারিতে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২৬২৪ জন আর মৃত্যু ১০ জনের। চলতি বছরের জানুয়ারিতে শনাক্ত রোগীর সংখ্যা ১৭০৮১ জন আর মৃত্যু হয়েছে ২৩ জনের।
চিকিৎসকরা বলছেন ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ছে। একই সঙ্গে প্রাণঘাতী ডেল্টাও সক্রিয় রয়েছে। ওমিক্রনের কারণে মার্চ পর্যন্ত সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
চট্টগ্রামে করোনায় পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় ৭২৯ জনের করোনা হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৩৮ শতাংশ। এ সময় ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রামের ১৪টি ল্যাবে ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৩০ জন নগরের বাসিন্দা। বাকি ১৯৯ জন উপজেলার।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৭ হাজার ৮০৭ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৩ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।
কেডি