
রেড জোনে চট্টগ্রাম
চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান বলছে, জেলায় একদিনেই করোনা শনাক্ত হয়েছে প্রায় এক হাজারের কাছাকাছি নমুনায়। ঊদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের করোনা ঝুঁকির আনুষ্ঠানিক ঘোষণা এল সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও।
সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামকে উচ্চ ঝুঁকিপূর্ণ (রেড জোন) জেলা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা ও রাঙামাটির পর করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ (রেড জোন) জেলার এ তালিকায় এ দফায় যোগ হলো চট্টগ্রামসহ আরও ১০ জেলা।
বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড বিষয়ক ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, খাগড়াছড়ি, পঞ্চগড় ও রাঙামাটি।
এছাড়া ৩২ জেলা হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছে। জেলাগুলো হচ্ছে- সিলেট, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, নওগাঁ, ঝিনাইদহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, রংপুর, শেরপুর, ঝালকাঠি এবং ঠাকুরগাঁও।
এর বাইরে গ্রিন বা সবুজ জোনে রয়েছে ১৬টি জেলা।
মহানগরনিউজ/এমএন