সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১০:৪৫, ১৯ জানুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক :

আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন জিয়া : ডা. শাহাদাত

প্রকাশের সময়: ১০:৪৫, ১৯ জানুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক :

আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন জিয়া : ডা. শাহাদাত

জিয়ার জন্মবার্ষিকীতে বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর বিএনপির পুষ্পস্তবক অর্পণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। ৭ নভেম্বর সিপাহী-জনতার এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি সেনাবাহিনী ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হন।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরের ষোলশহর বিপ্লব উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত আরও বলেন, ১৯৭৮ সালের ৩ জুন জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়া। রাষ্ট্রপতি হিসেবে তার সাফল্য অনেক। তিনি নানা সঙ্কটে বিধ্বস্ত ‘তলাবিহীন ঝুড়ি’ আখ্যাপ্রাপ্ত বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছিলেন। তিনি বাংলাদেশের ইতিহাসে এক সফল রাষ্ট্রনায়কের খ্যাতি লাভ করেছিলেন।

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আমরা এমন একটি সময়ে ‘শহীদ প্রেসিডেন্ট’ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছি, যখন দেশের মানুষের বাক্ স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, দেশে আইনের শাসন নেই। যেখানে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা মামলায় ‘দেশনেত্রী’ বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রেখেছে সরকার। এই স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তবেই দেশে আবার গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, মাহবুব আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, পাঁচলাইশ থানা বিএনপির আহ্বায়ক মামুনুল ইসলাম হুমায়ুন, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজম, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, ওয়ার্ড বিএনপির নবাব খান, মো. বেলাল, এস এম আবুল কালাম আবু, হাসান উসমান প্রমুখ।

 

আইসি/আরসি