
করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হচ্ছে (ফাইল ছবি)
চট্টগ্রামে করোনা সংক্রমণে ‘ঝড়ো হাওয়া’ বইছে। সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ শতাংশ। নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ১৯ জানুয়ারি জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামে তিন হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ৭ হাজার ৪৪৬ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৮ হাজার ২৬৭ জন ও গ্রামের ২৯ হাজার ১৭৯ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪১ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৭২৭ জন ও গ্রামের ৬১৪ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তের হার প্রতিদিন বাড়ছে। স্বাস্থ্যবিধি নেই বললেই চলে। গণপরিবহন, শপিংমল, পর্যটনস্পটসহ কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
শুধুমাত্র জানুয়ারি মাসের প্রথম ১৯ দিনে করোনা শনাক্ত ৫ হাজারের কাছাকাছি। এর আগের তিনমাসে এতো রোগী শনাক্ত হয়নি। চিকিৎসকরা সন্দেহ করছেন নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমণ বাড়ছে। প্রাণঘাতী ডেল্টা ভ্যারিয়েন্টও সক্রিয় রয়েছে। মানুষ স্বাস্থ্যবিধি না মানলে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে বলে ইতিমধ্যে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
কেডি