
চট্টগ্রাম নগরীর ইপিজেডে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী জাকিয়া চৌধুরীর (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর তিনটার সময় ইপিজেড থানার নেভি গেট কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ‘ইপিজেডের নেভি গেট এলাকার একটি বাসা থেকে ভোর রাতে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।’
জানা যায়, জাকিয়া চৌধুরী ওই এলাকার এ টি এম জোবায়ের চৌধুরীর মেয়ে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (অনার্স) ২য় বর্ষের শিক্ষার্থী।
এসবি/এআই