
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় গলায় ফাঁস দিয়ে তাফরিদ রশিদ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার (১২ জানুয়ারি) বিকাল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী তাফরিদ রশিদ (১৭) তানভীর রশিদের ছেলে ও কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান মহানগর নিউজকে বলেন, নন্দনকানন থেকে এক কলেজ ছাত্রকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায় নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তাফরিদের মামাতো ভাই রিফাত মহানগর নিউজকে বলেন, দুপুরে খাওয়া শেষে তাফরিদসহ সবাই যার যার রুমে গিয়ে নিচ্ছিলো। বিকাল ৪টার দিকে তাফরিদের আম্মু ওর রুমে গেলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে সে এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না।
আইসি/এসএ