সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১১:০৬, ৫ জানুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক :

উত্তাল জামালখান, বিক্ষোভ সমাবেশে বিএনপি-পুলিশ সংঘর্ষ

প্রকাশের সময়: ১১:০৬, ৫ জানুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক :

উত্তাল জামালখান, বিক্ষোভ সমাবেশে বিএনপি-পুলিশ সংঘর্ষ

বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে উত্তাল হয়ে উঠেছে পুরো জামালখান এলাকা

নগরের জামালখান প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তাল পুরো জামালখান এলাকা।

বুধবার (৫ জানুয়ারি ) বিকাল ৩টায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে  নগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশ শুরু করে।

দুপুর থেকে নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের আগমনে উত্তাল  হয়ে ওঠে পুরো জামালখান এলাকা। তবে এ বিক্ষোভের মাঝেও চেরাগী পাহাড় মোড় থেকে জামালখান সড়কে গাড়ি চলাচল সচল রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় পুলিশের সাথে কথা কাটাকাটি। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল।

সমাবেশস্থলে আগত চট্টগ্রাম নগর বিএনপি নেতৃবৃন্দ

এখনও চলছে বিএনপির এ বিক্ষোভ সমাবেশ। দলে দলে আসছে নেতাকর্মীরা। কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মীরা।

মহানগর নিউজ/এইচবি/আরসি

সম্পর্কিত বিষয়: