
চবিতে এস আলম কটেজের সামনে পুলিশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাহাজালাল হলের সামনের এস আলম কটেজের একটি রুম থেকে অনিক চাকমা নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক আবু তৈয়ব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৩ জানুয়ারি) বেলা ১টায় কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অনিক চাকমা চবির মেরিন সায়েন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি রাঙামাটি জেলায়।
ওই কটেজের বাসিন্দারা জানান, গতকাল রাতে অনিক তার নিজের রুমে প্রবেশ করে। রুমের আরেক সহপাঠী বাড়িতে থাকায় সে একা ছিলো। পরে সকাল ১১টার পরও তার রুম থেকে কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে জানালার ফাঁক থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত রয়েছেন।
কেডি