
জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও শিশু উৎসব আগামী ১০ জুন শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর ষোলশহর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে (একাডেমিক)। এছাড়া শিক্ষাবিদ, রাজনৈতিক, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কে জি হতে পঞ্চম শ্রেণির চার শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণের আহ্বান জানিয়েছেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ।
তিনি আরও জানান, আগামী ১৭ জুন শনিবার বিকেল ৩টায় আনোয়ারা ইউনিটের পুরস্কার বিতরণ ও শিশুউৎসব অনুষ্ঠিত হবে। ওইদিন উপজেলা মিলনায়তনে ২৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
এসএ