সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:৫৮, ৪ জুন ২০২৩

মহানগর ডেস্ক

‘গবেষণার পুরো টাকা খরচ করতে পারেনি ৩৭ বিশ্ববিদ্যালয়’

প্রকাশের সময়: ১৬:৫৮, ৪ জুন ২০২৩

মহানগর ডেস্ক

‘গবেষণার পুরো টাকা খরচ করতে পারেনি ৩৭ বিশ্ববিদ্যালয়’

সাংবাদিকদের মুখোমুখি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয় তাদের গবেষণার জন্য প্রাপ্ত বরাদ্দ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এবার তারা সে বরাদ্দ পুরোপুরি কাজে লাগাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

রোববার (৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘মাতৃভাষা পিডিয়ার ভুক্তি লিখন বিষয়ক কর্মশালা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে গবেষণা খাতে আমাদের বরাদ্দ বাড়ছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল না তখন গবেষণায় বরাদ্দ ছিল না। গবেষণা বলতে কিছুই ছিল না। যারা করতেন তারা খুব কষ্ট করে চালিয়ে যেতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়ে গবেষণা করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। আমাদের বড় বড় কলেজগুলোও এখন জার্নাল বের করছে। সেখানেও গবেষণা হচ্ছে।  

গরমে স্কুল বন্ধ হবে কিনা, এমন প্রশ্নের জবাববে তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশে খুব গরম পড়ছে। গরমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা এখন ভাবছি না। কারণ করোনা মহামারিতে আমাদের শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। তাই আমাদের শিক্ষকরা যতটুকু পারেন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিবেন।

শিক্ষকদের উদ্দোশে তিনি আরও বলেন, আমাদের শিক্ষকদের বাচ্চাদের প্রতি যত্নশীল হতে হবে৷ স্কুলে তাদের যত্ন নিতে হবে৷ বাচ্চা যাতে রোদে বাইরে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তীব্র গরমে বেশি বেশি পানি পান করার পরামর্শ দিতে হবে৷ যতকুটু সম্ভব শ্রেণি কক্ষের মধ্যে থাকবে। যদি শ্রেণির কক্ষের বাহিরেও যায়, যেন গাছের ছায়ায় থাকে।  

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝনঝনানি কমে গেছে। ক্যাস্পাসগুলোতে এখন গবেষণা হচ্ছে। শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।

এসএ