
প্রতীকী ছবি
চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় আবদুর সবুর হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩১ মে) দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালত এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- মো. জাবেদ ও হাবিজ আহমদ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন মিন্টু মিয়া।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ৫ নভেম্বর নগরের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় আবদুর সবুরের জমিতে আসামিরা অস্ত্র নিয়ে সিমেন্টের পিলার দিয়ে সীমানা নির্দিষ্ট করতে আসেন। তখন বাধা দিতে দিলে আসামিরা সবুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সবুরের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে কর্ণফুলী থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মামলার চার্জশিটভুক্ত আসামি ফরিদ আহমদের মৃত্যু হয়। ২০১৫ সালের ৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। মামলায় আদালতে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম. সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, হত্যার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. জাবেদ ও হাবিব আহমদকে মৃত্যুদণ্ড এবং মিন্টু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে সাজা পরোয়ানা মূলে তাদের কারাগারে পাঠানো হয়।
এসএ