রোববার ২৬ মার্চ ২০২৩

| ১১ চৈত্র ১৪২৯

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১১:৪৬, ২৭ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

ওয়ালটনের ই-বাইক : দামমাত্র ৪৯ হাজার টাকা

প্রকাশের সময়: ১১:৪৬, ২৭ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

ওয়ালটনের ই-বাইক : দামমাত্র ৪৯ হাজার টাকা

সম্প্রতি বাজারে ইলেকট্রিক বাইক এনেছে ওয়ালটন। তাকিওন নামের এই ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে তিনটি ভার্সনে। এসব বাইক কেনার জন্য প্রি-বুকিং নিচ্ছে ওয়ালটন।

তিনটি ব্যাটারি প্যাকে পাওয়া যাবে ওয়ালটন ই-বাইক তাকিওন। তিনটি ভার্সনের দামও আলাদা আলাদা। এসব ভার্সনের মাইলেজও আলাদা। 

তাকিওন লিও ১২ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে এন্ট্রি লেভেলের ভার্সনে পাওয়া যাচ্ছে। এক চার্জ বাইকটি ৪০ কিলোমিটার মাইলেজ দেবে। এর দাম ৪৯ হাজার ৮৫০ টাকা। 

তাকিওন লিও ২০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে মাইলেজ মিলবে ৭০ কিলোমিটার। বাইকটির দাম ৫৬ হাজার ৮৫০ টাকা।

তাকিওনের হাইএন্ড ভার্সন পাওয়া যাবে ২৩ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে। যার দাম ৫৯ হাজার ৮৫০ টাকা। 

প্রি-বুকের নিয়ম

১.ক্রেতাকে প্লাজা থেকে অনলাইনে প্রি-বুক করতে হবে। 
২. প্রি-বুকের জন্য পেমেন্ট অপশনে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে অর্ডার করা যাবে।
৩. কাস্টমার সরাসরি ওয়ালটন প্লাজা বা ঘরে বসেও ডেলিভারি নিতে পারবে। 
৪. স্পেশাল প্রাইজে প্রি-বুক করা যাবে ২০ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
৫. প্রি-বুক অফারটি স্টক থাকা সাপেক্ষে চলমান থাকবে। 

কেডি