বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৯:৫৬, ৩ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

নতুন বছরে নতুন সুবিধা চালু করলো হোয়াটসঅ্যাপ

প্রকাশের সময়: ০৯:৫৬, ৩ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

নতুন বছরে নতুন সুবিধা চালু করলো হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের জন্য নতুন বছরে নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলো শনাক্ত করে থাকে।

ওয়েবেটাইনফো জানিয়েছে, চ্যাটবক্সে দীর্ঘ মেসেজের ভিড়ে প্রয়োজনীয় মেসেজটি খুঁজে পেতে ব্যবহারকারীদের এবার মেসেজ পিন করে রাখার সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা ইচ্ছামতো কোনো নির্দিষ্ট মেসেজ পিন মার্ক করে রেখে সেটি সহজে অ্যাকসেস করতে পারবেন।

ধারণা করা হচ্ছে, নতুন এই ফিচারটি খুবই শিগগির সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করবে হোয়াটসঅ্যাপ। এতে ইন্ডিভিজ্যুয়াল চ্যাট এবং গ্রুপ চ্যাটেও মেসেজ পিন করে রাখা যাবে। এর ফলে যেকোনো প্রাসঙ্গিক মেসেজ গুরুত্বপূর্ণ হিসেবে হাইলাইটেড থাকবে এবং সেটিকে যেকোনো পরিস্থিতিতে সহজে বা চটজলদি হাতের নাগালে পাওয়া যাবে।

শুধু মেসেজ পিন ফিচার প্রবর্তন নয়, বরঞ্চ ২০২৩ সালের শুরুতে বিদ্যমান চ্যাট পিন ফিচারেও পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে ব্যবহারকারীরা হোমপেজে সর্বোচ্চ ৩ জনের চ্যাট পিন করে রাখার সুবিধা পান, খুব শিগগির সর্বোচ্চ ৫ জনের চ্যাট পিন করে রাখার সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ।

কেডি