
ছবি সংগৃহিত
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনের ১৯০ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এখন চলছে গণনা। দ্রুতই ফল ঘোষণা করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কর্মকর্তা।
এদিকে, এ উপ-নির্বাচনে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। শহরের চেয়ে অপেক্ষাকৃত গ্রামে ভোট পড়েছে বেশি। তবে নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
দুপুর ২টা পর্যন্ত বোয়ালখালী উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৭৪৪টি। এ কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ৮৫৬। কেন্দ্রে পাঁচ প্রার্থীর মধ্যে সরকারদলীয় নোমান আল মাহমুদের বাদে অন্য কোনো প্রার্থীর এজেন্টের দেখা মেলেনি।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতিকুল্লাহ বলেন, কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে। দুপুর ২টা পর্যন্ত হিসাব করে দেখা গেছে, কেন্দ্রে ৭৪৪ ভোট পড়েছে।
বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী চান্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি কম। কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৮৬৬ জন। দুপুর দেড়টা পর্যন্ত ২১১ ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার সুব্রত চৌধুরী।
অন্যদিকে মহানগরীর চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ২৩ জন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আরিফুজ্জামান জানান, তার কেন্দ্রে দুপুর দেড়টা পর্যন্ত ৯০টি ভোট পড়েছে।
তিনি বলেন, এখানে স্থানীয় লোকজন বাদেও বাইরের অনেক ভোটার রয়েছে। ঈদে অনেক পরিবার ছুটিতে গ্রামে গেছে। যে কারণে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন পুরুষ এবং দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন নারী ভোটার রয়েছে।
উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ নৌকা প্রতীক নিয়ে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী কামাল পাশা আম প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএ