
চট্টগ্রাম লোহাগাড়ায় পুকুরে ডুবে মো. আবিদ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হারিদাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আবিদ ওই এলাকার সিএনজি অটোরিকশাচালক আমির হোসেনের ছেলে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া মহানগর নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের পর বাড়ি থেকে নিখোঁজ হয় আবিদ। পরিবারের সদস্যরা বেশ কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বিকেলে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, একইদিন বাদে আছর নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএ