মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

| ২০ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:৫৩, ২১ নভেম্বর ২০২২

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় ২২০ শতক ধানে আগুন দিল দুষ্কৃতকারীরা, সর্বস্বান্ত দুই কৃষক

প্রকাশের সময়: ১৭:৫৩, ২১ নভেম্বর ২০২২

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় ২২০ শতক ধানে আগুন দিল দুষ্কৃতকারীরা, সর্বস্বান্ত দুই কৃষক

চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে মাড়াইয়ের জন্য জমিয়ে রাখা ধানে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এতে দুই কৃষকের ২২০ শতক জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। 

রবিবার (২০ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের লস্কর পাড়ায় এ ঘটনা ঘাটে। পরে বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত দুই কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, কালু মিয়ার ছেলে মো. মনছুর আলম ও সিরাজুল ইসলামের স্ত্রী শামশুনাহার বেগম। 

প্রতক্ষ্যদর্শী স্থানীয় মসজিদেরের মোয়াজ্জিন রিফাত মাহমুদ জানান, ভোরে আজান দিতে মসজিদে যাওয়ার সময় মাঠে আগুন দেখে কৃষক ফোন করে বিষয়টি জানাই। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে সব ধান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক উদ্দিন মহানগর নিউজকে জানান, ক্ষতিগ্রস্ত কৃষকরা আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল। গভীর রাতে কে বা কারা তাদের ধানে আগুন দিয়েছে। আমি তাদেরকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি। আগুনে ধান পোড়া ২ জন কৃষক খুবই অসহায় বলে জানান তিনি। 

ক্ষতিগ্রস্ত কৃষক মনছুর আলম মহানগর নিউজকে কান্না জড়িত কণ্ঠে বলেন, অনেক আশা নিয়ে বর্গা জমিতে আমন ধান বুনে ছিলাম। এ বছর ধানের ফলন দেখে খুশীও হয়েছিলাম। পাকা ধান কেটে আজ মাড়াইয়ের জন্য স্তূপ করে রেখে ছিলাম। কিন্তু কে বা কারা আগুন লাগিয়ে দিলে সব ধান পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব। 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মহানগর নিউজকে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয়ব্যবস্থা নেওয়া হবে।

এআই