
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় ডাম্পার ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। বুধবার ( ১৫ জুন ) বেলা ১২টায় উপজেলার পুটিবিলা ইউনিয়ন দরবেশহাট ডিসি সড়কের নুরুল হক চেয়ারম্যানের ঘাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, মোটরসাইকেল আরোহী পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান ভেল্লাবর পাড়ার মো. আবুল হাসমের পুত্র মো. তৌহিদ (১৯ )। অপরজন অটোরিকশার যাত্রী আধুনগর হরিনার মাঝির পাড়ার রিদুওয়ানের কন্যা মরিয়ম জান্নাত (৮)। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪জন। তবে তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল সঙ্গে বিপরীতমুখি সিএনজি ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তৌহিদ ও অটোরিকশার যাত্রী মরিয়ম জান্নাত নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে নিয়ে যায়।
নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
কেডি