
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ সদস্য জনি খানের কব্জি বিচ্ছিন্নকারী অভিযুক্ত সন্ত্রাসী কবির আহমদকে অভিযানের পর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র্যাব।
বৃহস্পতিবার (১৯ মে) রাত ১১ টার দিকে বিষয়টি মহানগর নিউজকে নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি বলেন, পুলিশ সদস্য জনির হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী কবিরকে ধরার জন্য আমরা বড়হাতিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালাই। এ সময় তাকে গুলিবিদ্ধ অবস্থায় আমরা পেয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত ১৫ মে সকালে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল এলাকায় আসামি ধরতে গিয়ে কনস্টেবল মো. জনির বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে অভিযুক্ত কবির আহমদ। একই দিন জনি খানকে ঢাকার মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টার অস্ত্রোপচারে হাতের কব্জি জোড়া লাগানো হয়।
এআই