
আসামির দা`র কোপে মো. জনি খাঁন নামে এক পুলিশ কনস্টেবল হাতের কবজি বিচ্ছিন হয়ে গেছে
চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দা'র কোপে মো. জনি খাঁন (৩০) নামে এক পুলিশ কনস্টেবল হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আধারমানিক নালারকিল এলাকায় আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহাদত নামে (২৭) আরও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। বর্তমানে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় কবির আহমদকে গ্রেপ্তার করতে লোহাগাড়া থানার ভক্ত চন্দ্র দন্তের নেতৃত্বে একটি পুলিশি টিম তার বাড়ি ঘেরাও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার বাহিনীকে খবর দেয়।
তারা দ্রুত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এতে ধারালো দা’য়ের কোপে কনস্টেবল জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন যায়।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কেডি