
চট্টগ্রামের লোহাগাড়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন রোকসানা বেগম (৩২) নামে এক দুই সন্তানের জননী।
সোমবার (১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার কলাউজান ইউপির বাহাদুরখান পাড়ায় নিহতের বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রোকসানা বেগমকে বাড়ির ছাদ থেকে বিমে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। রোকসানা ওই এলাকার আহমদ কবিরের কন্যা। তিনি একই ইউনিয়নের আদারচর এলাকায় বসতবাড়ি করে থাকতেন।
নিহতের মা শামসুন নাহার মহানগর নিউজকে বলেন, ‘আমার মেয়ে আগে চট্টগ্রাম শহরে পোশাক কারখানায় চাকরি করতো। সেখানে বরিশালের এক ছেলের সাথে তার বিয়ে হয়৷ তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। পরে রোকসানা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর কলাউজানে বোনের বাড়িতে জায়গা নিয়ে টিনশেড ঘর নির্মাণ করে বাস করতো।’
তিনি আরও বলেন, ‘রমজানের শুরুতে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে। সাহরির সময় ঘুম থেকে উঠে তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।’
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মহানগর নিউজকে বলেন, ‘ধারণা করা হচ্ছে অভাব অনটন থেকে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
উল্লেখ্য, এ নিয়ে লোহাগাড়ায় গত ১৫ দিনে ৫ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে । একই দিন আমিরাবাদ সিকদারপাড়ায় রকসি পারভিন জুবলী (১৭) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী চিরকুট লিখে আত্মহত্যা করে।
আরও পড়ুন : লোহাগাড়ায় ‘সুইসাইড নোট’ লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা
আরও পড়ুন : লোহাগাড়ায় হঠাৎ বেড়েছে আত্মহত্যার প্রবণতা, সচেতন মহলের উদ্বেগ
এআই