
খাগড়াছড়ির রামগড়ে রাবেয়া বেগম (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ আগস্ট) সকালে উপজেলার কেয়াংটিলা গ্রামে তার বাড়িতে লাশ পাওয়া যায়।
নিহত রাবেয়া বেগম ভূজপুর থানার মতিন নগর গ্রামের মো. হানিফ মিয়ার মেয়ে। আট মাস আগে তার বিয়ে হয়। স্বামীর নাম মহিউদ্দিন। সে কেয়াংটিলা গ্রামের আবুল খায়ের ছেলে।
স্বামী মহিউদ্দিনের দাবি, রাতে ঘরের খুঁটিতে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় তার স্ত্রী। তিনি রাতে ফেনীর ছাগলনাইয়ায় ব্যবসায়ের কাজে অবস্থান করছিলেন।
রাবেয়ার পিতা মো. হানিফ জানান, সাংসারিক ঝামেলার কথা মেয়ে কিছুই জানায়নি তাদের। এটা কি হত্যা না আত্বহত্যা এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি উল্লেখ করেন।
রামগড় থানার এসআই মো. তারেক বলেন, ঘরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ পাওয়া গেছে। অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
এআই