বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৮:০৫, ২৮ জুলাই ২০২২

রাঙ্গামাটি প্রতিনিধি

বন্দুকযুদ্ধে জনসংহতির সহযোগী নিহত

প্রকাশের সময়: ১৮:০৫, ২৮ জুলাই ২০২২

রাঙ্গামাটি প্রতিনিধি

বন্দুকযুদ্ধে জনসংহতির সহযোগী নিহত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রিজার্ভমুখ এলাকায় বন্দকযুদ্ধে নিখিল দাশ নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ‘সহযোগী’ বলে জানিয়েছে পুলিশ। তার লাশ উদ্ধার করে কাপ্তাই থানায় আনা হয়েছে বলেও নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি মো. জসিমউদ্দিন। সে একই এলাকার মৃদুল দাশের পুত্র বলেও জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

ওসি মো. জসিমউদ্দিন, বৃহস্পতিবার বিকালের পর কাপ্তাই রিজার্ভমুখ এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালালে নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি চালায়। এসময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে নিখিল দাশ নামে একজনের মৃতদেহ পাওয়া যায়। সে জনসংহতি সমিতির সহযোগী হিসেবে কাজ করতো বলে জেনেছি। তার বাড়িও একই এলাকায়। 

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বলেন, ওই এলাকা থেকে প্রচুর গুলির শব্দ শোনার কথা জানিয়েছিলেন স্থানীয়রা। পরে জেনেছি একজন মারা গেছেন। এর বেশি কিছু জানিনা।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাকর্মীদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

এসএ