
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনের আলোচিত নেতা সন্তু লারমাকে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয় অপর একটি সংগঠন হিল উইমেন্স ফেডারেশন।
বুধবার (২০ জুলাই) সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি তোলা হয়।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে ‘খুনের রাজনীতি ও সংঘাত বন্ধে’র আহ্বান জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামে খুনের রাজনীতির জন্মদাতা, ভ্রাতৃঘাতী সংঘাতের জনক। এসব সংঘাত বন্ধ করে শান্তি চুক্তি বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা করুন। আমরা তাতে সমর্থন দিব। ভূমি দখল, নারী ধর্ষণ ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ইউপিডিএফের মতো কর্মসূচি দিন। এতে সবার উপকার হবে। সংঘাতের পথ পরিহার করুন।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি শোভা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এন্টি চাকমা এবং জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।
জেডএইচ