মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

| ২০ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১২:৪৫, ১৫ জুলাই ২০২২

রাঙামাটি প্রতিনিধি

৯৯৯-এ ফোন পেয়ে কাপ্তাই হ্রদ থেকে ২০ পর্যটককে উদ্ধার করল পুলিশ 

প্রকাশের সময়: ১২:৪৫, ১৫ জুলাই ২০২২

রাঙামাটি প্রতিনিধি

৯৯৯-এ ফোন পেয়ে কাপ্তাই হ্রদ থেকে ২০ পর্যটককে উদ্ধার করল পুলিশ 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়া ২০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় কাপ্তাই হ্রদের পেটা টিং টিং এলাকা রাঙামাটি জেলা পুলিশ তাদের উদ্ধার করে।

শুক্রবার (১৫ জুলাই) সকালে এ পর্যটক পরিবারকে চট্টগ্রামে নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়। 

হ্রদে মাঝে ঝড়ের কবলে আটকে পড়া পর্যটক মো. রাশেদ বলেন, আমরা বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে পরিবারসহ কাপ্তাইতে বেড়াতে আসি। দুপুরের দিকে আমরা ইঞ্জিনচালিত নৌকা যোগে কাপ্তাই থেকে রাঙামাটি আসি। রাঙামাটি বেড়ানো শেষে সন্ধ্যার আগে আবার বোট যোগে কাপ্তাইর দিকে রওনা হই। কিন্তু হ্রদের মাঝামাঝি পৌঁছালে বাতাস শুরু হওয়াতে বোটের দিক পরিবর্তন হয়ে যায় এবং জ্বালানিও শেষ হয়ে যায়। আমাদের আশেপাশে আর কোন বোটও ছিল না। এদিকে অন্ধকার হয়ে যাওয়াতে সবাই ভয় পেয়ে কান্নাকাটি করতে থাকে।

তিনি আরও বলেন, আমরা খুবই অসহায় হয়ে পড়ি তখন। হঠাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর বিষয়টি মাথায় আসাতে আমরা ওখানে ফোন করি। ফোন করার কিছুক্ষণ পরে রাঙামাটি জেলা পুলিশের দুটি বোট গিয়ে আমাদের উদ্ধার করে নিয়ে আসে। আমি ও আমার পরিবার রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ থাকবো সারাজীবন। তারা আমাদেরকে নতুন জীবন দিয়েছেন।

উদ্ধার প্রসঙ্গে রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, সন্ধ্যার আগে আমাদের কন্ট্রোল রুমে ফোন আসে কাপ্তাই হ্রদে পর্যটক আটকে পড়ার বিষয়ে। আমরা তাৎক্ষণিক তাদের উদ্ধারের জন্য টিম পাঠাই। অন্ধকার হয়ে যাওয়ার কারণে পর্যটকদের বোটটি খুঁজে পেতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল, কিন্তু তারপরও আমরা তাদের ভালোভাবে উদ্ধারে সক্ষম হই। 

তাদের উদ্ধার করার পর রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপদে চট্টগ্রাম পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

এআই